অর্ণব মৈত্র, মিনাখাঁঃ পুলিশি সুত্রে খবর, ৮ই ডিসেম্বর গভীর রাতে বসিরহাট রোডের মিনাখাঁর মালঞ্চ সেতুর কাছে ট্রাকের ধাক্কায় উল্টে যায় একটি চার চাকার প্রাইভেট গাড়ি। ওই গাড়ির ভেতর থাকা চালক ও এক আরোহীর মৃত্যু হয় বলে জানা গেছে। এদিন ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিজিৎ রায়চৌধুরী(৩১) নামে ওই ব্যক্তি ও আরোহী শ্নেনাশিষ দাস (৩১) গুরুতর আহত হলে তাকে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যায়।
এছাড়া আরও জানা যায়, গতকাল আনুমানিক রাত ১২ টা নাগাদ বসিরহাটের দিক থেকে আসা একটি বড়ো ট্রাক একটি ছোট চার চাকা গাড়িকে পেছন থেকে ধাক্কা মারলে ওই গাড়িটি উল্টে একটি বাড়ির নিচে ঢুকে যায়। এর ফলে গাড়ি চালক ও আরোহী মারা যায়।