হাওড়াঃ শুভ সকাল হাওড়া শহরবাসী। আজ বেলা ১১ টার ট্রাফিক আপডেটে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা। এই মুহুর্তে হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ট্রাফিকের হাল আপনাদের সামনে তুলে ধরছি। আজ এই মুহুর্তে হাওড়া দ্বিতীয় হুগলী ব্রিজে টোল থেকে কোনায় এক্সপ্রেসওয়ের দুদিকের রাস্তাতেই মুম্বাই রোড ক্রসিং অব্দি কোথাও কোনো যানজট নেই। এর পাশাপাশি এ. জে . সি. বোস রোড থেকে আন্দুল রোডের উপরেও কোনো ট্রাফিকের খবর নেই। ফরশোর রোড থেকে হাওড়া পুলিশ স্টেশন অব্দি গাড়ির গতি স্বাভাবিক। জি.টি. রোড ও অপরদিকে এ.জি.সি. বোস রোড যা সরাসরি বোটানিক্যাল গার্ডেন এর দিকে যাচ্ছে, সেই সমস্ত রাস্তারও ট্রাফিক স্বাভাবিক রয়েছে।
অপরদিকে সালকিয়া স্কুল রোড, গিরিশ ঘোষ রোড, জি. টি. রোডে কোনো যানজট নেই। বেলুড় মঠ এলাকাতেও রাস্তায় এই মুহুর্তে সেরকম যান চলাচলে কোনো সমস্যা নেই, সাঁতরাগাছি রেল ষ্টেশনের আশেপাশের রাস্তাতেও কোনো যানজটের খবর নেই। হাওড়া স্টেশন চত্বরের রাস্তাও স্বাভাবিক। এই মুহূর্তে মঙ্গলা হাটের জন্য হাওড়া ময়দান , বঙ্গবাসী , ফাঁসিতলা , চার্চ রোড , বঙ্কিম ফ্লাইওভার, বার্ন মোড়, ডি. ম. বাংলো এই জায়গাগুলোতে একটু যানজট আছে। এই মুহূর্তের ট্রাফিক আপডেট এখানেই শেষ। আপনার যাত্রা শুভ হোক।