26 C
Kolkata
Friday, September 22, 2023
spot_img

বড়দিনের উপহার স্বরুপ দার্জিলিঙয়ে দীর্ঘদিন পর ডিসেম্বরেই চালু হবে টয়ট্রেন পরিষেবা

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যেক বছরের ন্যায় এবছরও ২৭ শে ডিসেম্বর পাহাড়ে শুরু হচ্ছে পর্যটন উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে ভিড় জমাতে শুরু করেছে দেশ-বিদেশের পর্যটকরা। আর তার আগেই দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা পর্যটকদের অন্যতম আকর্ষণের টয়ট্রেনে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় ৭৮ কিলোমিটার রেলপথে ফের ছুটবে টয়ট্রেন। আর এই পুরো পথ চালানোর উদ্যোগ নিয়েছে দার্জিলিং-হিমালয়ান রেল। আর সেই অনুযায়ী কথা ছিল, ইংরেজি নতুন বছরের প্রথম দিন পাহাড় থেকে সমতল পুরো পথে ফের চালু হবে টয়ট্রেন। কিন্তু রাজ্যের অনুরোধে সময়টা ১৫ দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রেল। এর জেরেই ৯ ই ডিসেম্বর দুপুরে রেলের তরফে নবান্নকে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ ডিসেম্বরই শিলিগুড়ি দার্জিলিঙের মধ্যে টয়ট্রেন চলবে।

রেল সুত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিঙের পর্যটন উৎসব উদ্বোধন করার কথা বলেন। এর দরুন ২৭শে ডিসেম্বর এই উৎসবের উদ্বোধন হবে। তার আগে যাতে টয়ট্রেন চলাচল শুরু করা যায় তার জন্য রেলকে নবান্নের তরফে অনুরোধ করা হয়। সেই অনুরোধেই সাড়া দিয়ে রেল করতিপক্ষ বলেন, কোনও কারণে সে দিন সম্ভব না হলে দার্জিলিঙে পর্যটন উৎসব শুরুর আগেই ট্রেন চালানো হবে। এমনকি ডিসেম্বর মাসের শুরু থেকেই পরীক্ষামূলক ভাবে ছোট ছোট রুটে টয়ট্রেন চালানো হচ্ছে। কারন রেল সিদ্ধান্ত নিয়েছিল পয়লা জানুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে পুরো পথে টয়ট্রেন চালানো শুরু হবে। রাজ্যের অনুরোধে এই অনুষ্ঠানের পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল।

এক্ষত্রে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এক কর্তা বলেন, “নবান্ন থেকে অনুরোধ আসার পরে ১৫ ডিসেম্বর থেকে ট্রেন চালাতে বলা হয়েছে আমাদের। ১৫ তে সম্ভব না হলেও ২৭ ডিসেম্বরের আগে ট্রেন চলবে।”

এ বিষয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “দার্জিলিঙে পর্যটন উৎসবে দেশ-বিদেশের বহু সংস্থা ও পর্যটক যোগ দেবেন। পর্যটকদের কাছে টয়ট্রেন খুবই জনপ্রিয়। তাই উৎসবের আগে ট্রেন চালু হলেই ভাল।”

Related Articles

Stay Connected

0FansLike
3,868FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles