Thursday, March 23, 2023
spot_img

আইনজীবীর মৃত্যুতে তার স্ত্রীর সোশ্যাল সাইট খতিয়ে দেখছে সাইবার থানার পুলিশ

 

অর্ণব মৈত্র, নিউটাউনঃ নিউটাউনে আইনজীবী খুনের ঘটনায় তার স্ত্রীর একাধিক কার্যকলাপ সন্দেহজনক মনে হওয়ায় আজ নিউটাউন থানার পুলিশ অনিন্দিতা পাল দে’কে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এর জেরে নিউটাউন থানায় আসেন বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবনত সিং। সঙ্গে আসেন বিধানগরের গোয়েন্দাপ্রধানও। এমনকি আইনজীবী রজত কুমার দে-এর মৃত্যুতে যে বিশেষ তদন্তকারী টিম গঠন করা হয়েছে তাদের সঙ্গেও কথাবার্তা বলেন পুলিশ কমিশনার।

এই মুহূর্তে বিধাননগর সাইবার থানার ২জন অফিসার নিউটাউন থানায় আসেন। তারা অনিন্দিতার ফেসবুক, হোয়াটসআপ চ্যাট লিস্ট খতিয়ে দেখবেন বলে জানা যায়।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles