ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখা ১৭ বছরের অভিনব অভিনেত্রী জায়রা ওয়াসিম এয়ার ভিস্তারার বিমানে দিল্লি থেকে মুম্বই আসার সময় বীভৎস অভিজ্ঞতার কথা নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে কান্নায় ভেঙে পরেন এবং তিনি জানান যে তার সাথে বিমানের এক যাত্রী শ্লীলতাহানি করেন। আর সেই বীভৎস অভিজ্ঞতার কথা এবং ছবি দুই-ই নিজের ইন্সটাগ্রাম ভিডিওয়ে শেয়ার করে জানান জায়রা।
জাইরা বলেন,” এয়ার ভিস্তারার বিমানে দিল্লি থেকে মুম্বই আসার সময় বিমানের মধ্যে ঘুমিয়ে পরেন জায়রা। আর ঠিক সেই সময় তার পিছনে বসে থাকা এক মধ্যবয়স্ক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেন। কারন ঘুমের মধ্যে আচমকাই তিনি বুঝতে পারেন, কেউ তার শরীরের পিছনের অংশে ও ঘাড়ের কাছে পা বোলাচ্ছে। এমনকি পা দিয়ে শরীরের পিছনের অংশও স্পর্শ করছে। পা ওঠানামা করাচ্ছে।” এরপর ঘুম ভাঙতেই ওই ব্যক্তির এই কর্দয কাজটি জায়রা মোবাইলে রেকর্ড করে নেওয়ার চেষ্টা করেন। তবে পারেননি । সেক্ষেত্রে জায়রা বলেন,” আমি ফোনে ঘটনাটি রেকর্ড করতে চেয়েছিলাম। তবে কেবিনে আলো অল্প ছিল। ফলে স্পষ্টভাবে ভিডিওটি ওঠে না। “
এরপর বিমান থেকে নেমে জায়রা ওই ব্যক্তির নোঙরা কাজের একটি স্ক্রিনশট ইন্সটাগ্রাম ভিডিওয়ে দিয়েছেন। সেখানেই দেখা যাচ্ছে জায়রার পায়ে হাত দিয়ে, তাকে অশ্লীনভাবে ছোঁয়ার চেষ্টা করছে ওই ব্যক্তি। ওই ঘটনার একাধিক ছবি জায়রা তার ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন। এর পাশাপাশি তিনি কেবলমাত্র ওই ব্যক্তির উপর রাগপ্রকাশ করেছেন তাই নয় বরং তিনি এয়ার ভিস্তারার ক্রিউ সদস্যদের ওপরও ক্ষুব্ধ, তাঁকে সামান্য সাহায্য না করার জন্যে সেই সময়।
এছাড়া উড়ানসংস্থা কেন অভিযুক্তের নাম প্রকাশ্যে আনছে না? সে বিষয়ে প্রশ্ন করেন ক্ষুব্ধ মহিলা কমিশন। এবং মহারাষ্ট্রের ডিজিকে এ বিষয়কে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে , এমনটাই জানান অভিযুক্ত উড়ানসংস্থা।
এই ঘটনার পরিপ্রক্ষিতে ক্ষোভ প্রকাশ করে দেশের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন জায়রা। পাশাপাশি মেয়েদের সজাগ থাকার পরামর্শও দিয়েছেন জায়রা। কাঁদতে কাঁদতে তিনি বলেন,”মেয়েদের সাহায্য করতে কে এগিয়ে আসবে? নিজেরা নিজেদের সাহায্য করতে না পারলে কেউ পাশে দাঁড়াবে না।”