ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোক্সীর পাসপোর্ট বাতিল করল বিদেশ মন্ত্রক। মুলত এক সপ্তাহ আগে পাসপোর্ট বাতিলের কারন হিসাবে মামা-ভাগ্নেকে চিঠি দেওয়া হয়েছিল। আর তাতে নীরব মোদী তার জবাবও দিয়েছিলেন কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে ২৪ শে ফেব্রুয়ারি পাসপোর্ট বাতিল করল কেন্দ্র।
উল্লেখ্য এদিন মেহুল তাঁর সংস্থা গীতাঞ্জলি জেমসের কর্মীদের চিঠি লিখে দাবি করেছেন, তিনি নির্দোষ। কর্মীদের বেতন দিতে অক্ষম বলে জানিয়ে তাঁদের অন্য চাকরি খুঁজে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। সান্ত্বনা হিসেবে বলেছেন, অফিসের দেওয়া মোবাইল এবং ল্যাপটপ আর ফেরত দিতে হবে না।
অপরদিকে ২৪ শে ফেব্রুয়ারি নীরব ও তাঁর সংস্থার আরও ২১টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। পাশাপাশি আরও এক হিরে ব্যবসায়ী দিল্লির দ্বারকাদাস শেঠ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্সের প্রায় ৩৯০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। যার ফলে রাহুল গাঁধী টুইট করে বলেন, ‘মোদীজির জমানায় জন ধন সুঠ জমানায় আরেকটি কেলেঙ্কারি।’