Thursday, March 23, 2023
spot_img

ট্রাফিক আপডেটঃ হাওড়া

 

হাওড়াঃ শুভ সকাল হাওড়া শহরবাসী। আজ বেলা ১২ টার ট্রাফিক আপডেটে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আমরা। আপনি যদি এই মুহুর্তে বাড়ি থেকে বেরাচ্ছেন বা বেরোনোর পরিকল্পনা করছেন তাহলে আপনার পক্ষে এই বিষয়টি জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মুহুর্তে হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ট্রাফিকের কি অবস্থা। আর সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরছি আমরা।

আজ এই মুহুর্তে হাওড়া দ্বিতীয় হুগলী ব্রিজে টোল থেকে কোনা এক্সপ্রেসওয়েতে কোনো যানজট নেই। কোনা এক্সপ্রেসওয়ে থেকে দ্বিতীয় হুগলি সেতুর টোল পর্যন্ত দুদিকের রাস্তা পরিষ্কার। কোনো ট্রাফিক নেই। এর পাশাপাশি এ. জে . সি. বোস রোড থেকে আন্দুল রোডের উপরে বি. গার্ডেন কোথাও কোনো ট্রাফিকের চাপ নেই। ফরশোর রোড থেকে হাওড়া পুলিশ স্টেশন অব্দি গাড়ির গতি স্বাভাবিক রয়েছে।

জি.টি. রোড ও উল্টোদিকে এ.জি.সি. বোস রোড যা সরাসরি বোটানিক্যাল গার্ডেন এর দিকে যাচ্ছে, সেই সমস্ত রাস্তারও ট্রাফিক স্বাভাবিক রয়েছে। রাস্তায়কোন প্রকার যানজট নেই বলেই খবর। অপরদিকে সালকিয়া স্কুল রোড, গিরিশ ঘোষ রোড, বালি রোড ও জি. টি. রোডে কোনো যানজট নেই।বেলুড় মঠের দিকের রাস্তাও এই মুহুর্তে সেরকম যান চলাচলে কোনো সমস্যা নেই, সাঁতরাগাছি রেল ষ্টেশনের আশেপাশের রাস্তাতেও কোনো যানজটের খবর নেই। ট্রাফিকের অল্পবিস্তর চাপ থাকলেও হাওড়া স্টেশন চত্বরের রাস্তা একেবারে স্বাভাবিক। এই মুহূর্তের ট্রাফিক আপডেট এখানেই শেষ। আপনার যাত্রা শুভ হোক।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles