অর্ণব মৈত্র, বসিরহাটঃ ২৯শে নভেম্বর বসিরহাটে দুই জায়গায় দুটি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে বসিরহাট থানার পুলিশ।
স্থানীয় সুত্রে খবর, এদিন সকালে জিরাকপুর এলাকায় একটি নয়নজুলির মধ্যে এক বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর বসিরহাট থানায় খবর দিলে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ। মৃতের নাম গোপাল রাহা (৭২)। বাড়ি বসিরহাট ধলতিথা গ্রামে।
অপরদিকে এদিন সকালে একইভাবে বসিরহাট থানার মুনসেফ পাড়া এলাকায় রাস্তার ধারে একটি ঝোপের ভেতর বছর কুড়ির সাইফুল গাজী নামে এক যুবকের অস্বাভাবিক মৃতদেহ দেখতে পায় পথচলতি মানুষ। এরপর পুলিশে খবর দিলে তড়িঘড়ি বসিরহাট থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান৷
সাইফুলের পরিবারের দাবি, সাইফুল বাড়ি থেকে কাল সন্ধ্যেবেলায় বের হয়, কিন্তু সারারাত সে বাড়ি ফেরেনি, তার বৃদ্ধ মা আশেপাশের পাড়ায় খুঁজেও তার কোন সন্ধান পায়নি। এরপর আজ সকালে তাঁর মৃত্যু সংবাদ পায় তার বাড়ির লোকজন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বসিরহাট জিরাকপুর এলাকায় একটি নয়নজুলির মধ্যে থেকে উদ্ধার হয় এক বৃদ্ধের মৃতদেহ। বসিরহাট ধলতিথা গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধের নাম গোপাল রাহা (৭২)। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলেও জানা যায়। তবে বৃদ্ধের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বসিরহাট থানার মুনসেফ পাড়া এলাকায় রাস্তার ধারে একটি ঝোপের ভেতর বছর কুড়ির যুবকের মৃতদেহ উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ। এক্ষেত্রে পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে কিভাবে এই দুজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।