হাওড়াঃ শুভ সকাল হাওড়া শহরবাসী। আজ বেলা ১২ টার ট্রাফিক আপডেটে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা। আপনি যদি এই মুহুর্তে বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন তাহলে আপনার পক্ষে এই বিষয়টি জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এই মুহুর্তে হাওড়া দ্বিতীয় হুগলী ব্রিজে টোল থেকে কোনা এক্সপ্রেসওয়েতে কোনো যানজট নেই। কোনা এক্সপ্রেসওয়ে থেকে দ্বিতীয় হুগলি সেতুর টোল পর্যন্ত দুদিকের রাস্তা একেবারেই পরিষ্কার। কোনো ট্রাফিক নেই।
এর পাশাপাশি এ. জে . সি. বোস রোড থেকে আন্দুল রোডের উপরে বি. গার্ডেন এলাকায় কলকাতা অভিমুখের রাস্তায় অল্প ট্রাফিক আছে। ফরশোর রোড থেকে হাওড়া পুলিশ স্টেশন অব্দি গাড়ির গতি স্বাভাবিকই রয়েছে। জি.টি. রোড ও অপরদিকে এ.জি.সি. বোস রোড যা সরাসরি বোটানিক্যাল গার্ডেন এর দিকে যাচ্ছে, সেই সমস্ত রাস্তারও ট্রাফিক স্বাভাবিক রয়েছে। রাস্তায় কোন প্রকার যানজট নেই বলেই খবর। দাশনগর এরিয়া তে নতুন রাস্তার উপরে হালকা চাপ আছে ট্রাফিকের। রাস্তার কাজ চলার জন্য একটু ধীর গতিতে গাড়ি চলছে।
অপরদিকে সালকিয়া স্কুল রোড, গিরিশ ঘোষ রোড, বালি রোড ও জি. টি. রোডে র্যালির জন্য অল্প যানজট রয়েছে। বেলুড় মঠের দিকের রাস্তাও এই মুহুর্তে সেরকম যান চলাচলে কোনো সমস্যা নেই, সাঁতরাগাছি রেল ষ্টেশনের আশেপাশের রাস্তাতেও কোনো যানজটের খবর নেই। হাওড়ার বিভিন্ন দিকে অল্পবিস্তর ট্রাফিকের চাপ থাকলেও এই মুহূর্তে হাওড়া স্টেশন চত্বরের রাস্তা স্বাভাবিক। এখনের মতো ট্রাফিক আপডেট এখানেই শেষ। আপনার যাত্রা শুভ হোক।