শুভ সকাল হাওড়া শহরবাসী। আজ বেলা ১২ টার ট্রাফিক আপডেটে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা। আপনি যদি এই মুহুর্তে বাড়ি থেকে বেরাচ্ছেন বা বেরোনোর পরিকল্পনা করছেন তাহলে আপনার পক্ষে এই বিষয়টি জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহুর্তে হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ট্রাফিকের অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি।
আজ এই মুহুর্তে হাওড়া দ্বিতীয় হুগলী ব্রিজে টোল থেকে কোনা এক্সপ্রেসওয়েতে নিবরার দিকে জানাগেট অব্দি ট্রাফিকের চাপ আছে।কোনা এক্সপ্রেসওয়ে থেকে দ্বিতীয় হুগলি সেতুর টোল পর্যন্ত দুদিকের রাস্তা পরিষ্কার। কোনো ট্রাফিক নেই। এর পাশাপাশি আন্দুল রোডের উভয় দিকেই উপরে অল্প যানজট আছে।
[espro-slider id=15272]
জি.টি. রোড ও অপরদিকে এ.জি.সি. বোস রোড যা সরাসরি বোটানিক্যাল গার্ডেন এর দিকে যাচ্ছে, সেই সমস্ত রাস্তারও ট্রাফিক স্বাভাবিক রয়েছে। রাস্তায় কোন প্রকার যানজট নেই বলেই খবর। দাশনগর এরিয়াতে নতুন রাস্তার উপরে হালকা চাপ আছে ট্রাফিকের। রাস্তার কাজ চলার জন্য একটু ধীর গতিতে গাড়ি চলছে।
অপরদিকে সালকিয়া স্কুল রোড, গিরিশ ঘোষ রোড ও বেলুড় মঠের দিকের রাস্তাও এই মুহুর্তে সেরকম যান চলাচলে কোনো সমস্যা নেই, বালির দিকের রাস্তার উভয় দিকেই অল্প যানজট রয়েছে এই মুহূর্তে। সাঁতরাগাছি রেল ষ্টেশনের আশেপাশের রাস্তাতেও কোনো যানজটের খবর নেই। ট্রাফিকের অল্পবিস্তর চাপ আছে হাওড়া স্টেশন চত্বর থেকে মঙ্গলাহাট অব্দি রাস্তায়। এই মুহূর্তের ট্রাফিক আপডেট এখানেই শেষ। আপনার যাত্রা শুভ হোক।