36 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

সন্ত্রাসবাদকে হারাতে ভারত সম্মানবদ্ধ : রাষ্ট্রপতি

 

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ মুম্বই হামলার দশ বছর পার হল। ওই রক্তাক্ত হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ টুইটে লেখেন, "সন্ত্রাসবাদকে হারাতে ভারত সম্মানবদ্ধ (অনার বাউন্ড)।"

"মুম্বই সন্ত্রাসী হামলার দশ বছর পর, নিহতদের পরিবার-পরিজনদের কথা ভাবায়। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যাঁরা সেদিন সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাঁদের সেলাম জানাই। ভারত ন্যায়বিচার রক্ষা ও সন্ত্রাসবাদকে হারাতে সম্মানবদ্ধ।"

এক দশক আগে আজকের দিনে বাণিজ্যনগরী থমকে গেছিল গুলি-বোমার শব্দে। লস্কর-ই-তইবা-র ১০ সন্ত্রাসবাদী রক্তাক্ত করেছিল শহরের ওলিগলি। হাতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে তাজমহল হোটেল, কামা হাসপাতাল, লিওপোল্ড কাফে, ওবেরয়-ট্রাইডেন্ট, নরিম্যান হাউজ দখলে নিয়েছিল। সেদিন নিহত হয়েছিলেন ১৬৬ জন, আহত ৩০০-রও বেশি।

রাষ্ট্রপতি আরও বলেন, "২৬/১১-র সন্ত্রাসের দশ বছরে নিহতদের স্মরণে, তাঁদের শ্রদ্ধা জানাতে মুম্বইয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে। অন্যদিকে, ২৬/১১-র নিহতদের স্মরণে আজ সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ, রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও এবং অন্য মন্ত্রীরা স্মৃতিসৌধ মেরিন লাইনের পুলিশ জিমখানায় গিয়ে শ্রদ্ধা জানান।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles