সকাল থেকে হাওড়া অঞ্চলের বিভিন্ন রাস্তায় ট্রাফিকের অবস্থা স্বাভাবিক ছিল। এই মুহূর্তে বেলা ১টা নাগাদ হাওড়ার বেশ কয়েকটি রাস্তার যান চলাচল স্বাভাবিক থাকলেও নিবরা থেকে ক্যারি রোড হয়ে এস. কে. পাড়া অব্দি গাড়ির চাপ আছে। এই মুহূর্তে গাড়ির গতি খুব ধীর। এখনের মতো ট্রাফিক আপডেট এখানেই শেষ।