29 C
Kolkata
Tuesday, March 19, 2024
spot_img

সীমান্তে গাঁজা পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধৃত ১ যুবক

শান্তনু বিশ্বাস, স্বরূপনগর:

২৭ শে জানুয়ারি সন্ধ্যাবেলায় স্বরূপনগরের বিথারী হাকিমপুর সীমান্ত দিয়ে গাঁজা পাচারের সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে এক যুবক। ধৃতের নাম সাবির সর্দার। বাড়ি স্বরূপনগরের নিত্যানন্দকাটি গ্রামে। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয় ৩০ টি বান্ডিলের ৬০ কেজি গাঁজা সহ ধৃতের বাইক।

সুত্রের খবর, এদিন সন্ধ্যেবেলায় মোটর বাইকে করে গাঁজা ভর্তি ব্যাগ নিয়ে ডাকবাংলো থেকে দত্তপাড়ার দিকে যাওয়ার সময় তার পথ আটকানোর চেষ্টা করে বিএসএফ এর ৭৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। কিন্তু বাইক না থামানোয় তার পিছু ধাওয়া করে মোটর বাইক সমেত গাঁজা উদ্ধার করে তার কাছ থেকে। ধৃতের ব্যাগ থেকে মোট ত্রিশটি ব্যান্ডিলে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানায় বিএসএফ এর পক্ষ থেকে।

এছাড়া আরও জানান, এদিন দত্তপাড়া রোড থেকে একটি তক্ষক সাপ উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা। তবে বিএসএফ দেখে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেননি বিএসএফ জওয়ানরা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles