Friday, March 24, 2023
spot_img

মিডিয়ার যুগে মেকানিজম করে বাংলাদেশে জয়লাভ সম্ভব নয়: কাদের

 

মিজান রহমান, ঢাকাঃ মিডিয়ার যুগে জনগণ পক্ষে না থাকলে মেকানিজম করে জয়লাভ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৩শে নভেম্বর শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বুড়িগঙ্গায় বিএনপি নেতার মৃতদেহ উদ্ধারের ঘটনা দলের অভ্যন্তরীণ কোন্দল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দল হিসেবে তুচ্ছ করার মতো দল বিএনপি নয়। এটা সত্য। আমরা আমাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিএনপি কখনো আমাদের ২৫ সিট দেয় আবার কখনো ৩০ সিট দেয়, কাদের সিদ্দিকী সাহেব তো আমাদের ১০ সিট দিয়েছেন, ১০ এর বেশি আমরা পাব না। এইসব মনগড়া কথা তারাই বলে। এদের স্বপ্ন বিলাস থেকে বলে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্বপ্ন বিলাসী দল নই, আমরা বাস্তববাদী। আমরা প্রাকটিক্যাল ও পটিজিভ রাজনীতি করি। আমরা নেতিবাচক রাজনীতি করি না, সুতরাং নেতিবাচক কোনো সংখ্যাতত্ত্বের হিসাব আমরা দিতে চাই না। অপেক্ষা করুন, যে কত আসন পাবে তা দেশের জনগণই ঠিক করবে, এটাই হলো মূল কথা।’

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles