37 C
Kolkata
Tuesday, April 16, 2024
spot_img

বাংলাদেশে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

মিজান রহমান, ঢাকাঃ টাঙ্গাইলের মধুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু নিহত হয়েছেন। ২৩শে নভেম্বর শুক্রবার উপজেলার রসুলপুরের 'টেলকি ফায়ারিং জোনে' প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বার্তাসংস্থা ইউএনবিকে জানিয়েছে বিকাল ৩টার দিকে প্রশিক্ষণের সময় এফ-৭ বিমানটি বিধ্বস্ত হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস এবং মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম মিয়া জানান, গতকাল ২২শে নভেম্বর থেকে অরণখোলা ইউনিয়নে বিমানবাহিনীর মহড়া শুরু হয়। আগামী ২৭শে নভেম্বর পর্যন্ত তা চলার কথা। বিধ্বস্ত বিমানটি মাটিতে পড়ে যায়। এতে আগুনও ধরে যায়। ঘটনার পর বিমানবাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত আছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles