30 C
Kolkata
Monday, March 18, 2024
spot_img

হাওড়া স্টেশন চত্বরে রেল দফতরের পক্ষ থেকে ভাঙা পড়ল ১৯ টি বেসরকারি স্টল

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

২৯ শে জানুয়ারি দুপুরে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে ১৯ টি বেআইনি স্টল ভাঙল রেল। তবে এই ক্ষেত্রে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তা এড়াতেও রেলপুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু স্টল ভাঙতে কোনও মালিক বাধা দেননি।

মূলত দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন ব্যবসায়ী হাওড়া স্টেশনে বেআইনিভাবে ব্যবসা করছিলেন বলে অভিযোগ। এরমধ্যে রয়েছেন বেশ কয়েকজন ফল ও চা বিক্রেতা। স্টলগুলি সরিয়ে নেওয়ার জন্য বারবার রেলের তরফে বলা হচ্ছিল। কিন্তু, কোনও কাজ হয়নি। স্টল মালিকরা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এদিন রেলের তরফে বিশেষ অভিযান চালিয়ে স্টলগুলি ভেঙে দেওয়া হয়। হাওড়া স্টেশনের ওল্ড ও নিউ কমপ্লেক্সে স্টলগুলি ছিল।

এক্ষেত্রে হাওড়ার স্টেশনের ম্যানেজার AK সিং জানান, রেলের নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তির নামে স্টল চালানোর লাইসেন্স থাকলে তাঁর মৃত্যুর পর তা অন্য কারও নামে পরিবর্তন করা যায় না। তা বাতিল হয়ে যায়। কিন্তু, এখানে বাতিল হয়ে যাওয়া লাইসেন্স দেখিয়ে অবৈধভাবে ব্যবসা চালানো হচ্ছিল। রেলের পক্ষ থেকে তাঁদের বারবার স্টল সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছিল। কিন্তু, তাঁরা নোটিশে আমল না দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে RPF-এর সহায়তায় রেলের কমার্শিয়াল দপ্তর এদিন এক বিশেষ অভিযান চালায়। অপরদিকে IRCTC-র GGM দেবাশিস চন্দ জানান, অনেকেরই একাধিক স্টল ছিল যা সম্পূর্ণ বেআইনি। স্টল মালিকের হেলপারদের স্টল চালাতে দেখা গেছে। সেই কারণে তাঁদের এই অভিযান।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles