Friday, March 24, 2023
spot_img

বাংলাদেশিদের জন্য চীনের ‘অন অ্যারাইভাল’ ভিসা চালু

 

মিজান রহমান, ঢাকাঃ বাংলাদেশিদের চীনে যাওয়ার জন্য এখন আগে থেকে ভিসা নিতে হবে না। বাংলাদেশিরা দেশটিতে গিয়েও ‘অন অ্যারাইভাল’ ভিসা নিতে পারবেন। ২২শে নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় চীনের দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। যদিও এ পোর্ট এন্ট্রির সুযোগ পাওয়া যাবে মানবিক কারণ, ব্যবসা, মেরামতের কোনো কাজ, পর্যটন বা অন্যান্য জরুরি প্রয়োজনে।

চীনা দূতাবাসের মুখপাত্র ছেন ওয়ে জানান, পোর্ট ভিসা পদ্ধতি বিদেশিদের জন্য প্রযোজ্য, তার মধ্যে বাংলাদেশি নাগরিকরাও আছেন। এই পোর্ট ভিসা সিস্টেমে কোনো বিশেষ দেশের উপরই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, শুধু কেন প্রবেশ চাইছে সেই বিষয়ক তথ্যাদি চাওয়া হয়েছে। পর্যটক হিসেবে চীনে যাওয়ার জন্য বাংলাদেশি পর্যটকদের চীনা ট্রাভেল এজেন্সির কাছ থেকে সবকিছু গুছিয়ে নিতে হবে। আর ব্যবসায়িক কাজ, মেরামতের কাজ বা জরুরি কোনো কাজে যেতে হলে চাইনিজদের কাছ থেকে আমন্ত্রণ থাকতে হবে। পোর্ট ভিসায় গিয়ে চীনে থাকা যাবে সর্বোচ্চ ৩০ দিন। যেসব বাংলাদেশি নাগরিকরা সহায়ক তথ্যাদি সরবরাহে সক্ষম তারাই সংশ্লিষ্ট চীনা বন্দরে এই আবেদন করে দেশটিতে যেতে পারবেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles