অর্ণব মৈত্র, দেগঙ্গাঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম শহীদ মোল্লা। অভিযোগ, অভিযুক্ত যুবক দেগঙ্গার এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। এমনকি দুজনের ঘনিষ্ঠ মুহুর্তের ছবিও তুলে রাখে ওই যুবক। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে ধৃত যুবকের বিরুদ্ধে।
পুলিশি সুত্রে জানা যায়, অভিযুক্ত শহীদ মোল্লা দেগঙ্গার বাসিন্দা। সে ওই তরুণীকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত গেস্ট হাউস নিয়ে গিয়ে তাকে আগস্ট মাসে ধর্ষণ করে বলে অভিযোগ। এছাড়াও বহু জায়গায় তাকে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই যুবক। যদিও পরে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত শহীদ মোল্লা বিয়ে করতে অস্বীকার করে। এবং তাদের দুজনের ঘনিষ্ঠ মুহুর্তের ছবিও তুলে রাখে ওই যুবক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে। এছাড়া আর জানা যায়, অভিযুক্ত ওই যুবক বিবাহিত। গতকাল রাতে নিউটাউন থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।