অর্ণব মৈত্র, বসিরহাটঃ বসিরহাটে জ্বরে আক্রান্ত হয়ে মৃত বছর ৬-এর এক শিশু ৷ রক্তে ডেঙ্গুর জীবাণুর উল্লেখ। মৃত শিশুটির নাম মিরাজুল গাজী
স্থানীয় সুত্রে জানা যায়, ২১শে নভেম্বর রাতে কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হয় বছর ৬-এর মিরাজুল গাজীর ৷ উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ত্রিমোহিনীর এলাকার বাসিন্দা।
[espro-slider id=14881]
এছাড়া আরও জানা যায়, গত পাঁচ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল মিরাজুল , প্রথমে স্থানীয় ডাক্তারকে দেখিয়ে রক্তের পরীক্ষা করা হলে রক্তে ডেঙ্গুর জীবানু ধরা পড়ে, এরপর গতকাল তাকে নিয়ে যাওয়া হয় বিসি রায় শিশু হাসপাতালে, আর সেখানেই রাতেই তার মৃত্যু হয়। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া বর্তমান৷
You May Share This