অর্ণব মৈত্র, মিনাখাঁঃ উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় গাড়ী দাঁড় করিয়ে একজন ছাত্রীর শীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মিনাখাঁর চৈতল গ্রামপঞ্চায়েতের শেখ পাড়ায়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম পাপ্পু শেখ।
পুলিশি সুত্রে জানা যায়, গত রবিবার রাতে বসিরহাট থেকে গাড়িতে করে ফিরছিল মালঞ্চ গ্রামের ওই ছাত্রী। অভিযোগ, সেই সময় শেখ পাড়ার বাসিন্দা পাপ্পু শেখ ওই গাড়ি আটকে ছাত্রীকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে আনে, তারপর শীলতাহানী করে। এর পাশাপাশি তার কাছে থাকা নগদ কিছু অর্থও ছিনিয়ে নেয় বলে অভিযোগ। যদিও ওই ঘটনার পর স্থানীয় থানায় ধৃতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। মূলত সেই অভিযোগের ভিত্তিতে গত সোমবার ভোরে অভিযুক্ত পাপ্পু শেখকে পুলিশ গ্রেফতার করে। পরে বসিরহাট মহকুমা আদালতে পাঠালে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
অপরদিকে এই ভাবে রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে শীলতাহানী করায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।