ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
বয়স বাড়ার সাথে সাথে চেহারায় তাঁর ছাপ পড়ুক এটা কেউই চায় না। কিন্তু সঠিক সময় সঠিক পদ্ধতি ব্যবহার না করায় ত্বকের উজ্জ্বল্য হারিয়ে যেতে থাকে এবং বিভিন্ন সমস্যার জন্য ত্বকে বয়সের ছাপ দেখতে পাওয়া যায়। তবে এমন কিছু পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে ত্বকের এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার যে বয়স হয়েছে, তাও বোঝা যাবে না।
১> একসঙ্গে অলিভ অয়েল এবং মধু মিশিয়ে ত্বকে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
২> ত্বকের জন্য দই খুবই উপকারী। অর্ধেক কাপ দই নিয়ে ভালো করে লাগান। ২০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
৩> গোলাপ জল, মধু এবং গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে তুলো দিয়ে মুখে লাগান। প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন।
৪> এক কাপ মেথি গুঁড়ো করে নিন। এবার জলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মাখুন। সারা রাত রেখে দিন। সকালে ধুয়ে ফেলুন।
৫> একটা জায়গায় পাকা পেঁপে নিন। এবার সেই পাকা পেঁপে চটকে মুখে লাগান। ২০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।