Tuesday, March 28, 2023
spot_img

আলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা রুজু করল মুম্বই পুলিশ

 

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ এবার আলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করল মুম্বই পুলিশ। যদিও আগেই অভিযোগ দায়ের হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ আইনে এফ আই আর দায়ের করা হয়েছে আলোকনাথের বিরুদ্ধে। বলিউডে #মিটু ঝড়ে যখন কর্মক্ষেত্রে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ উঠে আসছিল ঠিক তখনই আলোকনাথের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ ওঠে।

আলোকনাথের বিরুদ্ধে যিনি ধর্ষণের এই অভিযোগ এনেছেন তিনি টিভি ধারাবাহিকের লেখক ও প্রযোজক। গত ৮ই অক্টোবর ফেসবুকে প্রথম মুখ খোলেন তিনি। তাঁর অভিযোগ ছিল ১৯ বছর আগে তিনি যখন আলোকনাথের সঙ্গে টিভি ধরাবাহিকে কাজ করতেন তখন তাঁর সঙ্গে এই যৌন হেনস্থার ঘটনা ঘটে। অভিযোগকারিণীর দাবি, হাউস পার্টি চলাকালীন তাঁর পানীয়তে কিছু মিশিয়ে দিয়েছিলেন আলোকনাথ। আর তারপর যখন তিনি শীরিরিক ভাবে বিশেষ ভালো বোধ করছিলেন না, তখন পার্টি ছেড়ে বাড়ি যেতে চেয়েছিলেন। তখন আলোকনাথ তাঁকে গাড়িতে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে অন্যত্র নিয়ে যান ও ধর্ষণ করেন।

অভিযোগকারিণীর আরও দাবি, আলোকনাথ তাঁর সমস্ত টিভি শো গুলি বন্ধ করিয়ে দিয়ে প্রযোজনা সংস্থাটি বন্ধ করে দিতে চেয়েছিলেন। এদিকে আলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হওয়ার কথা জানিয়েছেন মুম্বইয়ের ওশিওয়ারা থানার অতিরিক্ত পুলিশ সুপার মনোজ শর্মা।

অপরদিকে লেখিকা ও প্রযোজক আলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করার পর আলোকনাথের স্ত্রী অভিযোগকারিণীর বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা দায়ের করেছেন। যদিও এই দাবি খারিচ করেছে বোম্বে হাইকোর্ট।

Related Articles

Stay Connected

0FansLike
3,749FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles