32 C
Kolkata
Saturday, March 23, 2024
spot_img

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নাই: সুলতানা কামাল

 

মিজান রহমান, ঢাকাঃ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। ১৭ই নভেম্বর দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় নির্বাচন ও সংখ্যালঘুদের নিরাপত্তা শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকাও জরুরি বলে মত দেন তিনি।

এ সময় বৈঠকে উপস্থিত অন্যান্য বক্তরা বলেন, রাজনীতি থেকে সাম্প্রদায়িক চেতনা মুক্ত করতে হবে। আর সংখ্যালঘুরা যাতে কোনো দলের স্বার্থে ব্যবহার না হয় সেদিকেও নজর দিতে হবে। এসময় সংখ্যালঘুদের নিরাপত্তাসহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দৃশ্যমান করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। নাগরিক সমাজ এই বৈঠকের আয়োজন করেন। এতে সাংবাদিক, বিভিন্ন সংগঠন, রাজনীতিক, আইনজীবী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles