Thursday, March 23, 2023
spot_img

৩৫-তম বর্ষে বসিরহাটের ভ্রাতৃ সংঘের জগদ্ধাত্রী পুজো

 

অর্ণব মৈত্র, বসিরহাটঃ ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত বসিরহাটের ‘ভ্রাতৃ সংঘ’। জাতীয় ফুটবলার মিহির ঘোষ এর পৃষ্ঠপোষকতায় ক্রীড়া জগতের পাশাপাশি প্রতিবছরই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় ভ্রাতৃ সংঘের পক্ষ থেকে। এবছর ৩৫ তম বছরে পা দিয়েছে ভ্রাতৃ সংঘের জগদ্ধাত্রী পুজো। এবছর কুমরটুলির পশুপতি রুদ্র পাল এর প্রতিমা ও সাবেকি মন্ডপ যথেষ্ঠ নজর কেড়েছে বসিরহাটের দর্শনার্থীদের। সময়ের সঙ্গে সামাঞ্জস্য রেখে আয়োজন করা হয়েছে আলোকসজ্জাও। এবছর প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয়ে পুজো হচ্ছে বলে জানান পুজো উদ্যোক্তারা।

খেলাধুলাকে বাঁচিয়ে রাখার পাশাপাশি জগদ্ধাত্রী পুজোর মধ্যে দিয়ে বাংলার লোকসংস্কৃতিকেও বাঁচিয়ে রাখার প্রয়াস চালিয়ে আসছে এই ক্লাব। পূজো উপলক্ষে পুজোর কটা দিন ক্লাব প্রাঙ্গণে এই আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলার লোকসংস্কৃতিকে বাঁচাতে অনুষ্ঠানে রাখা হয় বাউল, ভাটিয়ালি, পল্লীগীতির মতো লোক সংস্কৃতির অনুষ্ঠান।

এদিন অনুষ্ঠানের বিষয় উল্লেখ করে ক্লাবের পক্ষ থেকে মিহির ঘোষ জানান, “বাংলার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ও বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এই উদ্যোগ নিয়ে আসছি গত ৩৫ বছর ধরে”।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles