37 C
Kolkata
Tuesday, April 16, 2024
spot_img

পাচারের আগেই বিলুপ্ত প্রায় প্যাঙ্গোলিন সহ গ্রেফতার ৭

 

অর্ণব মৈত্র, মেদিনীপুরঃ ১৬ই নভেম্বর পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে নেপালে পাচার হওয়ার আগেই বনদফতর কর্মীদের হাতে বিলুপ্ত প্রায় প্যাঙ্গোলিন সহ গ্রেফতার ৭ জন। উদ্ধার করা হয় একটি জাইলো গাড়ি।

বনদফতর সূত্রে খবর, ওড়িশা থেকে নিয়ে আসা হচ্ছিল এই প্যাঙ্গোলিনটি। মূলত এর স্কেল চাইনিজ মেডিসিন তৈরির জন্য এর বিপুল চাহিদা।
বেশ কিছু দিন ধরে বন দফতরের কাছে খবর আসছিল যে একটি অন্তরাজ্য প্যাঙ্গোলিন পাচার চক্র মেদিনীপুরে রুট হিসাবে কাজে লাগছে। সেই সূত্র ধরেই গতকাল রাতে একটি ডিলের খবর পেয়ে সেই মতো তারা রাত থেকে অপেক্ষায় ছিল। এরপর গাড়ি আসতেই তারা গাড়িটিকে ধরে ফেলে গাড়ির মধ্যে থেকে বস্তা বন্দি অবস্থায় উদ্ধার হয় প্যাঙ্গোলিনটি। কিন্তু দেখা যায় সেটি মারা গেছে। এরপর তাদের গ্রেফতার করে সল্টলেকের বন দফতরে নিয়ে আসা হয়।

সূত্রের খবর, আগে শিলিগুড়ি থেকে এগুলো পাচার হতো কিন্তু বেশ কয়েকবার রেড করার পর দুষ্কৃতীরা মেদিনীপুরকে বেচে নিয়েছে রুট হিসাবে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles