অর্ণব মৈত্র, সল্টলেকঃ সল্টলেকের জিডি আইল্যান্ডের কাছে চলন্ত অটোর চাকা খুলে আহত এক শিশু সহ তিন যাত্রী ও অটোর চালক। ঘটনার সাথে সাথে তাদের সল্টলেকের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ফুলবাগান টু করুনাময়ী রুটের একটি অটো ফুলবাগান থেকে করুনাময়ীতে তিন জন যাত্রী ও এক শিশু নিয়ে করুনাময়ী আসার সময় জিডি আইল্যান্ড এর কাছে আচমকা পিছনের চাকা খুলে যায়। সেই সময় যাত্রীরা গাড়ির মধ্যে হুড়মুড়িয়ে পরে। যার ফলে শিশু ও তিন যাত্রী সহ অটো চালক আহত হয়। এরপর তড়িঘড়ি পুলিশ এসে তাদের উদ্ধার করে সল্টলেকের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে গাড়ি চালানোর আগে অটো গুলোর ঠিকঠাক মেন্টেনেন্স হয় কিনা সে বিষয়ে। যদিও ঘটনার পরেই গাড়িটিকে আটক করেছে পুলিশ।
এছাড়া আরও জানা যায়, আহত শিশুটির নাম সিসাধরি সাহা(৪)। মহিসবাথনের বাসিন্দা। কাকুরগাছী থেকে কন্যা শিশুটিকে নিয়ে ফিরছিল শ্রাবন্তী সাহা। শিশুটির অবস্থা গুরুতর। অস্ত্রোপচার করার জন্যে তাকে ভর্তি করা হয়েছে সল্টলেকের বেসরকারি হাসপাতালে। অপরদিকে বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।