Tuesday, March 28, 2023
spot_img

পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত হল ২২ তম জাতীয় প্রানী সম্পদ বিকাশ সপ্তাহ

 

রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ ১৪ই নভেম্বর পূর্ব বর্ধমানে ২২ তম জাতীয় প্রানী সম্পদ বিকাশ সপ্তাহ – ২০১৮ ব্লক স্তরের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রানী সম্পদ বিভাগ কাটোয়া ২নং ব্লকের ব্যবস্থ্যাপনায় এবং কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির ও জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের সহযোগিতায় ঘোড়াশা বটতলায় অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিরা।

[espro-slider id=14342]

পাশাপাশি এলাকার গরু ছাগল বাছুর নিয়ে প্রদর্শনী ও এলাকার স্কুল পড়ুয়াদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এইদিন প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের পুরষ্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাগু প্রধান, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মজুমদার, সহ অধিকর্তা ও জেলা পর্যবেক্ষক ড: রথীন চ্যাটার্জী, পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য তুষার সামন্ত, জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, কাটোয়া ২নং ব্লকের সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ড: জয়কিংকর মান্না সহ প্রমুখ।

Related Articles

Stay Connected

0FansLike
3,749FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles