41 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ১২টি স্বর্ণের বার সহ আটক-১

 

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণবার সহ বছর ২০-এর আব্দুল রহিম নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আব্দুল রহিম বেনাপোলের পুটখালী পূর্বপাড়া গ্রামের ইউসুফের ছেলে।

১৪ই নভেম্বর বিকালে বেনাপোল সীমান্তের পুটখালী পূর্ব পাড়া নামক স্থান থেকে তাকে আটক করে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, গোপন সুত্রে খবর পান পুটখালী পূর্ব পাড়া এলাকা দিয়ে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে তিনজনের একটি চোরাকারবারী দলের দেখা পেয়ে বিজিবি তাদের পিছু ধাওয়া করে। বিজিবি টহল দলের তাড়ায় চোরাচালানী দল পালানোর চেষ্টাকালে আব্দুল রহিমকে আটক করতে সক্ষম হয়। পরে তার শরীর তল্লাশি করে এক কেজি ২০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি'র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles