28 C
Kolkata
Thursday, July 18, 2024
spot_img

ক্যালিফোর্নিয়ার দাবানলে বেড়েই চলেছে মৃতের সংখ্যা

 

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী দাবানলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৩১ জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ২২৮ ব্যক্তি নিখোঁজ হয়েছে। ক্যালিফোর্নিয়ার সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

১১ই নভেম্বর ক্যালিফোর্নিয়ার উত্তরে ক্যাম্প ফায়ারে নতুন করে ছয়জন মারা গেছে। এছাড়া, দক্ষিণাঞ্চলে মারা গেছে আরো দুইজন। এতে মোট নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। এর আগে, ১৯৩৩ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসঅ্যাঞ্জেলেস শহরের গ্রিফিত পার্কের দাবানলে ২৯ জন নিহত হয়েছিল।

উত্তর ক্যালিফোর্নিয়ায় ইতিমধ্যে ছয় হাজার ৭০০ ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এর আগে দাবানলে ক্যালিফোর্নিয়ায় এত বেশি ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়নি।

উল্লেখ্য চলতি সপ্তাহের প্রথম দিকে কয়েকটি গাড়ির ভেতরে পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। দাবানলের লেলিহান শিখা এতটাই তীব্র গতিতে এগিয়ে এসেছে যে, কোনো কোনো চালক গাড়ি ছেড়ে পালিয়েছে। দাবানলে প্লামাস ন্যাশনাল ফরেস্টের এক লাখ একরের বেশি জায়গা পুড়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবানলে এত বেশি ক্ষয়ক্ষতির জন্য ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles