30 C
Kolkata
Sunday, July 14, 2024
spot_img

আজ ৩-০ জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারত

 

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ ১১ই নভেম্বর চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ৩-০ করার লক্ষ্যে নামবে ভারতীয় দল। টেস্ট সিরিজে উইন্ডিজকে ২-০-তে হারানোর পর একদিনের সিরিজ ৩-১-এ জিতেছিল তারা। এবার লক্ষ্য T-20-তে সিরিজ ৩-০ করার।

সামনে অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে দলের গুরুত্বপূর্ণ তিন বোলার বুমরা, উমেশ ও কুলদীপকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। বুমরা ও কুলদীপ বিশ্রামে থাকায় বোলিং বিভাগকে নেতৃত্বে দিতে দেখা যেতে পারে ভুবনেশ্বর কুমার ও খলিল আহমেদকে। স্পিন আক্রমণে কুলদীপের জায়গায় দেখা যেতে পারে যুজবেন্দ্র চাহালকে।

দুবছর আগে ইডেনে T-20 বিশ্বকাপ ফাইনালে বেন স্টোকসকে ফাইনাল ওভারে ৪ টি ওভার বাউন্ডারি হাঁকানো ব্রেথওয়েট তাঁর সেরা ফর্মে নেই। এমনকি T-20-তে অভিজ্ঞ পোলার্ড, ড্যারেন ব্রাভো, দীনেশ রামদিনরাও তাঁদের আক্রমণাত্মক খেলাটা খেলতে পারেননি। একদিনের সিরিজে ভাল খেলার পর হেটমেয়ারের উপর ভরসা রাখা হয়েছিল T-20 সিরিজে। তাঁকে ব্যাটিং অর্ডারে উপরে তুলে আনা হয়েছিল। কিন্তু ফর্ম ধরে রাখতে পারেননি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles