শান্তনু বিশ্বাস, হাবড়া:
Thank you for reading this post, don't forget to subscribe!
২৩ শে ফেব্রুয়ারি হাবড়া সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার সেজে শিশু ওয়ার্ডে ঢুকে পরায় ধৃত ১। ধৃতের নাম রাজু দত্ত। বাড়ি বনগাঁ থানার অন্তর্গত শিমূলতলা এলাকায়। মূলত ঘটনার দিন ধৃত যুবক নিজেকে অ্যাপেলোর ডাক্তার বলে পরিচয় দিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে পুরুষ ও মহিলা সমস্ত ওয়ার্ডে ঘুরে বেরাচ্ছিলো সে।
এমনকি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখে প্রেসক্রিপশনও করে দেয় বলে জানান হাসপাতালের রোগীরা। তবে অবশেষে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের কাছে হাতেনাতে ধরা পরে ধৃত যুবক। এরপর হাসপাতালের নিরাপত্তারক্ষীরাই ধৃতকে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশি সুত্রে খবর, এদিন ঘটনার খবর পাওয়ার পর হাবড়া থানার পুলিশ গিয়ে ধৃতকে গ্রেফতার করেন। এরপর হাসপাতালের তরফ থেকে হাবড়া থানায় ধৃতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যদিও এই বিষয়ে ধৃতকে জেরা করলে সে স্বীকার করে অ্যাপেলোর ওষুদের দোকানে কাজ করে। তবে কি কারনে হাসপাতালের ভেতর ঢুকে চিকিৎসা করতে যাচ্ছিল ধৃত যুবক তা এখনো জানা যায়নি। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেন হাবড়া থানার পুলিশ।