শান্তনু বিশ্বাস, বনগাঁ:
২৩ শে ফেব্রুয়ারি নীলদর্পন ভবনে বিকেল ৩ টে নাগাদ জেলা পরিবহন দপ্তর দ্বারা আয়োজিত হয় পথ নিরাপত্তা সচেতনতা কর্মশালা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এসডিপিও অনিল রায়, আরটিও সিদ্ধার্থ রায়। এছাড়া কর্মশালায় যোগদান করেন গাড়ি চালক, পরিবহন কর্মী, পুর্ত দপ্তরের কর্মী, পুলিশ প্রশাসন, সর্বস্তরের মানুষ প্রভৃতি সকলকে নিয়েই অনুষ্ঠিত হয় পথ নিরাপত্তা সচেতনতা কর্মশালা।
মূলত এদিনের অনুষ্ঠানে ১১ জন রিক্সা চালকদের এই জেলায় প্রথম লাইসেন্স প্রদান করা হয় ৷ এর পাশাপাশি সচেতনতার বিষয়ক তথ্যচিত্রের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হয় ট্রাফিক আইন, কিভাবে গাড়ি চালাতে হয় এবং বিশ্বের বড় বড় দুর্ঘটনার ফিডিও ফুটেজ। তবে এর আর টিও বিপ্লব প্রধান বলেন, “এমন কর্মশালার ফলে মানুষ আর শতর্ক হবে , অনেক কিছু জানতে পারবে এবং নিয়ম মেনে সঠিক কাগজ পত্র মেনটেন করে মানুষ রাস্তায় নামুক এটাই আমাদের উদ্দেশ্য।” অবশেষে কর্মশালায় উপস্থিত সকলকে ১ টি করে শংসাপত্রও দেওয়া হয়।