মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের শার্শার কায়বা সীমান্ত থেকে ২২ পিস ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
৮ই নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার পুলিশ কায়বা গ্রামে শেখ বাড়ির পার্শ্বে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ কাজমীর কবির মিঠু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক কাজমীর কবির মিঠু শার্শা থানার চালিতা বাড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উলস্নাহ সরকার জানান, আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।