ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
আগামী ২২ শে জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস! এমনকি ২৩ শে জানুয়ারিও তাপমাত্রা রেকর্ড হইয়েছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই পারদই লাফ দিয়ে মাত্র ২ দিনের ব্যবধানে পৌঁছে গেল একেবারে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৭ ডিগ্রি সেলসিয়াস। মূলত স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যের উত্তর প্রান্ত দিয়ে বইছে। ফলে তার প্রভাবে রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ চড়ছে। কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না। বরং ফের পড়বে পারদ। ফলে এখনই শীত শেষের আশঙ্কায় হতাশ হওয়ার কিছু নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কাটলেই পারদ পতন শুরু হবে।
যদিও এদিন খাতায় কলমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস হলেও সকাল থেকেই ঠান্ডা হাওয়ার দাপট শহরবাসীকে গা থেকে শাল, সোয়েটার নামানোর সুযোগ দেয়নি। বরং ঠান্ডা হাওয়ার জেরে শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার পারদ চড়েছে। কিন্তু বজায় রয়েছে ঠান্ডা হাওয়ার প্রকোপ। সঙ্গে কুয়াশার দাপট। সব মিলিয়ে শীতের ব্যাটিং এখনও বাকি।