মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ ৫ই নভেম্বর রাতে যশোরের শার্শায় একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি সহ বাবর আলী (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে কন্যাদাহ গ্রাম থেকে আটক করেছে শার্শা থানার পুলিশ। আটক অস্ত্র ব্যবসায়ী বাবর আলী শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের দূখের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, প্রতিদিনের অভিযানের অংশ হিসাবে শার্শা উলাশী ইউনিয়নের কন্যাদাহ থেকে এসআই বক্তিয়ার ও এ এস আই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চলাকালীন রাত ৭ টায় অস্ত্র ব্যবসায়ী বাবর আলীকে রামপুর বাজার অভিমুখে হেঁটে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশী করায় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। বর্তমানে আটক বাবর আলী বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।