34 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

কর্ণাটকে উপনির্বাচনে জয় কং-জেডিএসের, ধরাশায়ী বিজেপি

 

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ লোকসভা ভোটের আগে কর্ণাটকের বিধানসভা-লোকসভা মিলিয়ে মোট ৫ টি কেন্দ্রে উপনির্বাচনকে মূলত অ্যাসিড টেস্ট হিসাবে দেখছিল দুই শিবির। একদিকে বিজেপি। অপরদিকে কংগ্রেস-জেডিএস জোট। আর ফলাফল বেরোতেই দেখা গেল একেবারে ধরাশায়ী বিজেপি।

কংগ্রেস-জেডিএস জোট একেবারে বাজি মেরে বেরিয়ে গিয়েছে। মোট ৫ টি কেন্দ্রের মধ্যে ৩ টি লোকসভা ও ২ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল। এর মধ্যে কংগ্রেস ও জেডিএস দুটি করে আসন জিতে নিয়েছে। কংগ্রেস জিতেছে বেলারি ও জামখণ্ডী আসন ও জেডিএস জিতেছে মান্ডিয়া ও রামনগর আসন। বিজেপি একমাত্র শিমোগা লোকসভা আসনে জিতেছে।

উল্লেখ্য এই ৫টি কেন্দ্রে মোট ৫৪ লক্ষ ৫৪ হাজার ২৭৫জন ভোটার ছিলেন। সবমিলিয়ে মোট ৬৪৫০টি পোলিং বুথে ভোটগ্রহণ হয়। ৫ টি কেন্দ্র মিলিয়ে মোট ৩১জন প্রার্থী ভাগ্য যাচাইয়ে নামেন। জামখণ্ডি বিধানসভা আসনে সবচেয়ে বেশি ৮১.৫৮ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে মান্ডিয়া আসনে (৫৩.৯৩ শতাংশ।)

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles