33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

এবার অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড অব ডিরেক্টরস থেকে পদত্যাগ করলেন মার্ক টেলর

 

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ অস্ট্রেলিয়ার ক্রিকেটের দুর্দিন যেন কাটতেই চাইছে না। একের পর এক পদত্যাগ করেই চলেছেন শীর্ষ কর্তারা। জেমস সাদারল্যান্ড, ডেভিড পিভারের পর এবার অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড অব ডিরেক্টরস থেকে পদত্যাগ করলেন প্রাক্তন অজি অধিনায়ক মার্ক টেলর।

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগেই টালমাটাল অবস্থা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভারের পদত্যাগের ৪ দিনের মধ্যেই সরে দাঁড়ালেন ৫৪ বছর বয়সী টেলর। মার্চ মাসে কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডের জেরেই সমালোচনার মুখে সরে দাঁড়ান পিভার। টেলরও পিভারের পথেই পা বাড়ালেন ওই একই কারণে বলে মনে করা হচ্ছে।

সাংবাদিক বৈঠকে টেলর বলেন, “গত ১৩ বছরের মধ্যে শেষ ১৮ মাস অস্ট্রেলিয়া ক্রিকেটে আমার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সপ্তাহ দুয়েক ধরে আমার মনের মধ্যে একটা দ্বিধা-ধন্দ চলছিল। আমার শক্তি কমে গিয়েছে। এবার আমার সরে দাঁড়ানো উচিত। অন্য কাউকে আমার জায়গাটা ছেড়ে দেওয়া উচিত।” তবে শুধু বল বিকৃতি কাণ্ডের জন্যই কি পদ ছাড়লেন টেলর?

সূত্রের খবর, টেলরের সরে যাওয়ার পিছনে স্বার্থের সংঘাতও জড়িয়ে রয়েছে। কারণ, ২০১৯ সালের বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজের জন্য চ্যানেল নাইনের সঙ্গে চুক্তি করেছেন টেলর। তাই ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’-এর কথা বলে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে সরে গিয়েছেন মার্ক টেলর। এমনটাও মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles