30 C
Kolkata
Tuesday, March 26, 2024
spot_img

রাজ্যে নির্বিঘ্নে মুক্তি পেল ‘পদ্মাবত’

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ শে জানুয়ারি মুক্তি পেল সঞ্জয়লীলা বনশালির বহু প্রতীক্ষিত ছবি ‘পদ্মাবত’। তবে এই ছবি মুক্তির ঠিক আগের দিন পর্যন্ত ছবির নায়িকা দীপিকার নাক কেটে দেওয়ার কথা বলেন কর্নি সেনা। এমনকি যে এই কাজ করবে তাকে কোটি টাকা দিয়ে পুরস্কৃতও করা হবে বলেও ঘোষণা করেন কর্নি সেনা।

এছাড়া রাজপুত মহিলারাও জানান, এই ছবি মুক্তি পেলে তাঁরা ছবির দৃশ্যে পদ্মাবতীর মতোই জওহর পালন করবেন। এর দরুন সম্প্রতি তাঁরা রাষ্ট্রপতির কাছে অনুমোদনও চান।

পাশাপাশি এই ছবির মুক্তিতে সিবিএফসি-র ছাড়পত্র থাকলেও হরিয়ানা, গুজরাত, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ও উত্তরাখণ্ডে নিষিদ্ধ করা হয়েছিল এই ছবি। কিন্তু তা সত্ত্বেও গুরুগ্রাম, হরিয়ানা, মথুরা, আমদাবাদ, লখনউ জুড়ে বিক্ষোভ দেখান কর্ণি সেনার সদস্যরা। আর তাই কর্ণি সেনার ঝামেলা এড়াতে দেশের প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে পুলিশ মোতায়েন করা হয়।

এমনকি কলকাতার প্রেক্ষাগৃহগুলির সামনেও পুলিশ মোতায়েন ছিল। মূলত এদিন এই ছবির মুক্তিতে দেশের বিভিন্ন রাজ্যে ভাঙচুর, আগুন দেখতে পাওয়া যায় কিন্তু কলকাতা সহ গোটা বাংলায় এমন কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles