Thank you for reading this post, don't forget to subscribe!
অরিন্দম রায় চৌধুরী, ব্যারাকপুরঃ জীবনের অনেক উত্থান-পতনের মাঝ দিয়ে জীবনের ৮৪টা বছর পার করেছেন রোটারিয়ান স্বপন কুমার মুখোপাধ্যায়। নিজের চোখে দেখেছেন ইংরেজ শাসন থেকে শুরু করে তদানীন্তন কলকাতার অনেক অজানা তথ্য। এসেছেন অনেক খ্যাতনামা মানুষের সান্নিধ্যে। সাবেকী কলকাতার সেই সব স্মৃতিই প্রকাশিত হয়েছে তারই নিজের আত্মজীবনী “আমার জীবনকথা”-র মাধ্যমে। বর্তমানে ব্যারাকপুরের মণিরামপুরের বাসিন্দা, একবার বাইপাস অপারেশন হওয়ার পর আজও তিনি কিন্তু সচ্চল-সবল ও নিষ্ঠার সাথে করে চলেছেন তার নিত্য দিনের কর্ম ও মানব সেবার কাজের পাশাপাশি নানা লেখার কাজ। ৮৪ বছর বয়েসি এই প্রাঞ্চছল লেখকের লেখনীর প্রতি পরতে রয়েছে এক অনবদ্য প্রানচ্ছলতার প্রাদুর্ভাব।
এই দীর্ঘ সময় ধরে তিনি সঞ্চয় করেছেন অনেক অভিজ্ঞতা। তার সেই অভিজ্ঞতার ঝুলি, তারই লেখা আত্মজীবনী “আমার জীবনকথা” এবার থেকে ভাগে ভাগে প্রতি রবিবার প্রকাশিত হতে চলেছে বেঙ্গল টুডের সাহিত্যের পাতায়। আগামী ৮ই নভেম্বর, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে “আমার জীবনকথা”-র প্রথম ভাগ। জানা যাবে অনেক অজানা কথা তার জীবনের অন্তরায় থেকে। স্বভাবতই এই আশা রাখা যায়, রোটারিয়ান স্বপন কুমার মুখোপাধ্যায় এর লেখা আত্মজীবনী “আমার জীবনকথা”, আপামর পাঠককূলকে সমৃদ্ধ করবে।