ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ ৩১ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, ভি ভি এস লক্ষ্মণ থেকে ইশান্ত শর্মা সকলেই টুইট করে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পাশাপাশি বিরাটের জন্মের জন্য ভগবানকে ধন্যবাদ জানান অনুষ্কা শর্মা।
Thank God for his birth 😁🙏❤✨ pic.twitter.com/SzeodVBzum
— Anushka Sharma (@AnushkaSharma) November 5, 2018
টুইটে বীরেন্দ্র সেহওয়াগ লেখেন, এই ধনতেরাসে তোমার জীবন রানতেরাসে ভরে উঠুক।
On this Dhanteras, wish you a year that is again filled with Runteras. #HappyBirthdayVirat pic.twitter.com/f09gppLZON
— Virender Sehwag (@virendersehwag) November 5, 2018
ইশান্ত শর্মা লেখেন, শুভ জন্মদিন। ভগবান তোমার জীবন খুশি ও সাফল্যে ভরিয়ে দিক। হরভজন সিং লেখেন, শুভ জন্মদিন। আশা করি তুমি আরও রেকর্ড ভাঙবে পাশাপাশি একাধিক সেঞ্চুরি করবে। সুরেশ রায়না বিরাটকে ক্রিকেট সম্রাট বলেন।
BCCI তাদের টুইটারে লেখে, আরও ম্যাচ জিততে হবে। রান মেশিন ও ভারত অধিনায়ক বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা। চলতি বছরে রানের পাহাড়ে আছেন বিরাট। উইন্ডিজের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া একদিনের সিরিজে তিনটে সেঞ্চুরি আছে তাঁর নামে। পাশাপাশি ১০ হাজার রানের রেকর্ড করেন তিনি। চলতি বছর ১৪টি ইনিংসে ১২০২ রান করেন বিরাট। গড় ১৩৩.৫৫।
To many more match-winning knocks, here’s wishing #TeamIndia Captain and Run Machine @imVkohli a very happy birthday 🎂🎂🎂#HappyBirthdayVK pic.twitter.com/Z8rta0Twk4
— BCCI (@BCCI) November 4, 2018