ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ মহারাষ্ট্র রাজভবনেই রাখা দুটি কামান। অথচ এতদিন কারোর চোখেই পড়েনি ! খোদ ব্রিটিশ আমলের কামান চোখে পড়তেই তড়িঘড়ি উদ্ধার করা হল সেই কামানদ্বয় ।
জানা যায়, রাজভবন চত্বরে চলছিল রক্ষণাবেক্ষণের কাজ। গাছ রোপণের জন্য মাটি খুঁড়তেই ধাতব শব্দ পান শ্রমিকরা । খননকার্য চালাতেই বেরিয়ে আসে লৌহ কামান । ফের খোঁড়াখুড়ি চালাতেই আরো ২৫ মিটার দূরে আরেকটি কামানের হদিশ পাওয়া যায় । দুটি কামানেরই ওজন প্রায় ২২ টন । দৈর্ঘ্যে ৪.৭ মিটার এবং ১.১৫ মিটার চওড়া । দীর্ঘদিন মাটির নীচে থাকায় কাদামাটি মাখা অবস্থায় ছিল। কামান দুটিকে ক্রেন দিয়ে তুলে আপাতত কামান দুটো রাজভবনের সামনের লনে রাখা হয়েছে ।
মহারাষ্ট্রের রাজ্যপাল সি ভি রাও কামানদ্বয়ের ঐতিহাসিক নথি খুঁজে বের করার নির্দেশ দেন । পাশাপাশি জানান , কামান দুটিকে হয় জলবিহার বাংলো বা রাজভবনের গ্র্যান্ড ব্যাঙ্কয়েট হলের সামনে প্রদর্শন করা হবে । এই নিয়ে দ্বিতীয়বার ঐতিহাসিক আবিষ্কারের ঘটনা ঘটল মহারাষ্ট্র রাজভবন চত্বরে ।
প্রসঙ্গত ২০১৬ সালে রাজভবন চত্বর থেকে ১৫ হাজার বর্গফুটের ১৩টি কক্ষ বিশিষ্ট একটি ভূগর্ভস্থ বাঙ্কারের হদিশ মেলে । সেই বাঙ্কারটির ভিতরেই মিউজিয়াম তৈরির কাজ চলছে। পরে তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ।