Tuesday, March 28, 2023
spot_img

‘উত্তম’ আবাহনে কলকাতা চলচ্চিত্র উৎসব

 

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ  তিনি নেই প্রায় ত্রিশ দশকেরও বেশি। তারপরেও এখনও তিনিই বাংলা ছবির দুনিয়ায় ‘শেষ’ এবং ‘শুরু’। তিনি টালিগঞ্জের প্রথম ও শেষ ‘ম্যাটিনি আইডল’ উত্তমকুমার। চলে গিয়েও যিনি আক্ষরিক অর্থে ‘সেলেব’ এবং ‘সেলেবল’। তাঁকে ঘিরে আজও আবর্তিত বাংলা সিনেমা। তাই উত্তম-বন্দনা দিয়েই সূচনা হবে এবারের চলচ্চিত্র উৎসবের। এবছর, বাংলা ছবির শতবর্ষ উৎযাপন হবে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দেখানো হবে ‘অ্যান্টনি ফিরিঙ্গী’। সম্প্রতি, এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বুম্বাদা ছাড়াও সাংবাদিক বৈঠকে এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন, পরিচালক গৌতম ঘাষ ও তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব বিবেক কুমার। চলচ্চিত্র উৎসবের আয়োজকরা আরও জানিয়েছেন, এবছর উৎসবের ফোকাস কান্ট্রি অস্ট্রেলিয়া। ১০ ই নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবের সূচনা করবেন। প্রতি বছরের মতো বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন ও সঞ্জয় দত্তকে। বাড়তি আকর্ষণ, এবারে এঁদের সঙ্গে উপস্থিত থাকবেন ইরানের বরেণ্য পরিচালক মাজিদ মাজিদি, অস্ট্রেলীয় পরিচালক জিল বিলকক প্রমুখ। বাংলার নক্ষত্রদের মধ্যে থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়।

এবারে প্রতিযোগিতা বিভাগে ১৩টি দেশের ১৫টি ছবির হাড্ডাহাড্ডি লড়াই। পাশাপাশি, ৯ টি ভারতীয় ভাষার ১০টি ছবি দেখারও সুযোগ পাবেন সিনেমা প্রেমীরা। এছাড়াও, প্রতিবছরের মতোই বাংলা ছবির শতবর্ষ উদযাপনের জন্য থাকছে নানা ধরনের অনুষ্ঠান ও আলোচনাচক্র। থাকছে প্রদর্শনীও।

Related Articles

Stay Connected

0FansLike
3,752FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles