অর্ণব মৈত্র, নিউটাউনঃ ৪ ঠা নভেম্বর নিউটাউন থানা এলাকার হেলাবটতলা শান্ত আবাসন থেকে মাদক সহ একজনকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম আনন্দ বিশ্বাস(৪২)। বাড়ি গৌরাঙ্গনগর।
পুলিশের গোপন সূত্র মারফৎ খবর পেয়ে এদিন রাতে নিউটাউনের হেলাবটতলার শান্তা আবাসন থেকে ৬ লিটার(কোডাইন মিক্সচার) তরল মাদক সহ আনন্দ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক অসামাজিক মামলা রয়েছে বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানায়। ৫ই নভেম্বর ধৃত আনন্দ বিশ্বাসকে বারাসত আদালতে তোলা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেবে পুলিশ।
You May Share This