অর্ণব মৈত্র, হাসনাবাদঃ ৪ ঠা নভেম্বর সকাল ৮ টা নাগাদ আপ হাসনাবাদ লোকালে ধাক্কা খায় এক মহিলা। ঘটনার বেশ কিছু আগে থেকেই ওই এলাকায় ওই মহিলাকে ঘোরাফেরা করতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর আপ হাসনাবাদ লোকাল আসতেই লাইনের উপরে চলে আসেন ওই মহিলা। পরিস্থিতি বুঝে মহিলাকে বাঁচাতে ট্রেনের গতি কমিয়ে দেন ট্রেনের চালক। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এদিন ঘটিনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরাট জিআরপি। এখনও পর্যন্ত মৃত মহিলার কোন পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি জিআরপির পক্ষ থেকে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় জিআরপি।