ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
২৫ শে জানুয়ারী কলকাতা বিমানবন্দর থেকে কার্তুজ সহ গ্রেপ্তার করা হয় ১ যুবককে। মূলত ২৪ শে জানুয়ারী রাতে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানার পুলিশ। ধৃতের নাম পিন্টু মাঝি। বাড়ি বসিরহাটে।
সূত্রের খবর, ২৪ শে জানুয়ারী রাতে একটি বেসরকারি এয়ারলাইন্সের বিমানে কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা ছিল পিন্টুর। সেখান থেকে বিমান পাল্টে চেন্নাই যাওয়ার কথা ছিল তার। মূলত কলকাতা বিমানবন্দরে ব্যাগ স্ক্যান করার সময় তার ব্যাগে একটি থ্রি নট থ্রি কার্তুজ দেখতে পায় পুলিশ। এরপরই তাকে আটক করা হয়। কারন তার কাছে কার্তুজ বহন করার কোনও অনুমতি ছিল না। কার্তুজটি তাঁর ব্যাগে কোথা থেকে এল, সেই ব্যাপারেও সে পুলিশকে সদুত্তর দিতে পারেনি। এর দরুন তাকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গগত প্রজাতন্ত্র দিবসের আগে এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বিমানবন্দরে। চলছে স্লিফার ডগ নিয়ে তল্লাশি। এমনকি সন্দেহজনক ব্যক্তিদের বিমানবন্দরে দেখলে তাদের আটকে জেরা করাও হচ্ছে।