30 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

এবার উত্তরপ্রদেশে শতাধিক মিটার উঁচু রাম মূর্তি গড়তে উদ্যোগ যোগী আদিত্যনাথের

 

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ  অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আইনি জটিলতায় থমকে রয়েছে। ফলে তার পরিণাম কী হবে তা সময়ই বলবে। তবে তার আগে অন্য পদক্ষেপ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। দীপাবলির উপহার দিতে চলেছেন তিনি। দীপোৎসভ পালনের মাঝেই সুখবর দেবেন তিনি। সরযূ নদীর তীরে তৈরি হবে ১০০ মিটারের বেশি উঁচু রাম মূর্তি। তারই ঘোষণা করতে পারেন যোগী।

উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি মহেন্দ্র নাথ পাণ্ডে শুক্রবার জানান, যোগী আদিত্যনাথ একজন সন্ত। অযোধ্যা নিয়ে তাঁর পরিকল্পনা রয়েছে। দীপাবলিতেই তিনি সুখবর দেবেন।

আরএসএস মুখপাত্র ভাইয়াজী জোশী বলেছেন, ১৯৯০ সালের রথযাত্রার মতোই কিছু একটা প্রচার শুরু হতে চলেছে নিশ্চিতভাবে। অযোধ্যা নিয়ে যোগী নিজের অবস্থান স্পষ্ট করেছেন দুদিন আগেই জানিয়ে দেন, দেরিতে রায় বেরনো মানে তা অবিচারের সমান।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভগবান রামকে নিয়ে সংগ্রহশালা, আর্ট গ্যালারি, বিমানবন্দর অযোধ্যায় তৈরির পাশাপাশি সরযূ নদীর তীরে ৩৩০ কোটি টাকা দিয়ে ১০০ মিটার উঁচু রাম মূর্তি তৈরির ঘোষণা করতে চলেছেন যোগী। ৩৬ মিটার উঁচু বেদীর উপরে এই মূর্তি বসবে।

রাজনীতিবিদদের মতে, সন্তদের সংগঠন অধ্যাদেশ এনে রাম মন্দির তৈরির জন্য ক্রমাগত চাপ দিচ্ছে। সেই চাপ ও সঙ্গে সামনে ভোটের কথা মাথায় রেখে বিজেপি শিবির রাম মন্দিরের জায়গায় আপাতত রাম মূর্তি তৈরির পরিকল্পনা হাতে নিয়ে এগোতে চাইছে বলে খবর।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles