ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ অবশেষে প্রকাশ্যে এল সানিয়া নির্জার ছেলের ছবি। ৩রা নভেম্বর সকালে হাসপাতাল থেকে নিজের সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন টেনিস-সুন্দরী। তখনই প্রকাশ্যে আসে তাঁর ছেলের ছবি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ৩০ তারিখ হায়দরাবাদের একটি হাসাপাতালে পুত্র সন্তানের জন্ম দেন সানিয়া মির্জা। টুইট করে একথা প্রথমে জানান তাঁর স্বামী শোয়েব মালিক।
জানা গিয়েছে, সন্তানের নাম রাখা হয়েছে ইজহান মির্জা। ‘ইজহান’ শব্দের অর্থ ‘ঈশ্বরের উপহার’। তবে সন্তান জন্ম দেওয়ার পরে, এখনও তার নাগরিকত্ব নিয়ে এই তারকা দম্পতি স্পষ্ট কিছু জানায়নি।
প্রসঙ্গত, ২০১০ সালের ১২ ই এপ্রিল শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয় ৬ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া মির্জার। এই বছর এপ্রিল মাসে সানিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। ৬ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সানিয়ার এখন বয়স ৩৩ বছর।