37 C
Kolkata
Tuesday, April 16, 2024
spot_img

T-২০ সিরিজ খেলতে ইডেনে ৭ ক্যারিবিয়ান ক্রিকেটার

 

অর্ণব মৈত্র, কলকাতাঃ ১লা নভেম্বর T-২০ সিরিজ খেলতে কলকাতায় এলেন ৭ ক্যারিবিয়ান ক্রিকেটার। এদিন বিকেলে ইডেনে অনুশীলনে নেমে পড়লেন তাঁরা। কায়রন পোলার্ড, ড্যারেন ব্র্যাভো, কার্লোস ব্রেথওয়েট, রামধীন সহ সাত ক্রিকেটার অনুশীলন করেন।

একদিনের সিরিজে ৩-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট উইন্ডিজ। সম্মান উদ্ধারের শেষ সুযোগ T-২০ সিরিজ। বর্তমানে T-২০ তে অন্যতম শক্তিশালী দল ওয়েস্ট উইন্ডিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হবে ইডেনে। ম্যাচের আয়োজন নিয়ে ইডেনে এখন তৎপরতা তুঙ্গে।

পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, ইডেনের ২২ গজে হালকা ঘাস থাকলেও ব্যাটসম্যান ও বোলার দু'জনেই সাহায্য পাবে। হাইস্কোরিং ম্যাচ হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে এদিন মাঠে উপস্থিত ছিলেন সি এ বি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য ২রা নভেম্বর দুপুরে ভারতীয় দল কলকাতা বিমান বন্দরে পা রাখে। একইসঙ্গে একদিনের সিরিজ খেলে শহরে আসে ওয়েস্ট উইন্ডিজও। এদিন বিকেলে ইডেনে সি এ বি এনক্লেভ আয়োজিত হবে। সেখানে জগমোহন ডালমিয়া মেমোরিয়াল ভাষণ দেবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। গতবছর এই ভাষণ দিয়েছিলেন কপিল দেব। এছাড়াও উপস্থিত থাকবেন ব্রায়ান লারা, কার্ল হুপার, মহম্মদ আজহারউদ্দিন সহ একঝাঁক ক্রিকেট ব্যক্তিত্ব।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles