অর্ণব মৈত্র, নিউটাউনঃ দীর্ঘদিন ধরে নিউটাউন বিশ্ব বাংলা সরনী থেকে ভি আই পি রোড গামী গৌরাঙ্গ নগরের রাস্তা খারাপ থাকার কথা প্রশাসনকে জানানো হলেও প্রশাসন থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে স্থানীয়দের দাবি। আর তাই ১লা নভেম্বর সেই রাস্তা নির্মাণের দাবিতে গৌরাঙ্গ নগরের বিভিন্ন আবাসনের মহিলা এবং পুরুষরা নিউটাউন থেকে এয়ারপোর্ট গামী রাস্তা অবরোধ করে। এদিন প্রায় ১ ঘন্টা অবরোধ চলার পরে পুলিশের হিডকো কর্তৃপক্ষের সাথে বৈঠকের আশ্বাস দেওয়াতে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।
প্রসঙ্গত এদিন প্রায় ১ ঘন্টা রাস্তা অবরোধ চলার পর ৫ জন বাসিন্দা হিডকো কর্তাদের সঙ্গে কথা বলতে হিডকো ভবনের ভিতরে যান। অপরদিকে ভবনের বাইরে বাসিন্দারা জমায়েত করেন।
হিডকো কর্তৃপক্ষ জানান, আগামী ২০১৯- এর জানুয়ারি মাসের মধ্যে ওই রাস্তা তৈরি করা হবে। এমনকি রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেয় হিডকো কর্তারা। এর পাশাপাশি নিউটাউনের গৌরাঙ্গ নগর এলাকায় বাঁশের সাঁকোর বদলে পাকা ব্রিজ করার ব্যাপারে সেচ দপ্তরের সঙ্গেও আলোচনা করবেন বলে জানান হিডকো কর্তারা।
উল্লেখ্য, এদিন এই ঘটনার দরুন ঘটনাস্থলে নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিল।