শান্তনু বিশ্বাস, বসিরহাট:
Thank you for reading this post, don't forget to subscribe!
রাজ্যের ৮ টি রেল রুট বন্ধের প্রতিবাদে ২৪ শে জানুয়ারি সকাল ৮ টা নাগাদ ডাউন হাসনাবাদ লোকাল অবরোধ করে বিক্ষোভ দেখান বসিরহাটের এসইউসিআইয়ের নেতৃত্বরা।
মূলত এদিন সকাল সাড়ে ৭ টা থেকে মাইক নিয়ে শ্লোগান ও বক্তব্যের মধ্য দিয়ে কর্মসুচির কাজ শুরু করেন এসইউসিআই গোষ্ঠী। এদিনের এই বিক্ষোভে এসইউসিআইয়ের মাত্র ১২ জন কর্মী অংশগ্রহন করেন। তবে এদিনের এই বিক্ষোভ মাত্র ৪ মিনিট স্থায়ী ছিল। কারন প্রথমথেকেই রেল অবরোধের বিরোধীতা শুরু করেন নিত্যযাত্রীরা। আর তাই ট্রেন প্লাটফর্মে ঢোকে আনুমানিক ৮-১৮ মিনিটে এবং যাত্রীদের প্রতিবাদে মাত্র ৪ মিনিটের মধ্যে অবরোধ তুলে নিতে বাধ্য হন অবরোধকারীরা।
পাশাপাশি রেল দপ্তরের পক্ষ থেকে অবরোধকারীদের জানানো হয় এখনই রেল রুট বন্ধ হচ্ছে না। আর সেই পরিপ্রেক্ষিতে এদিন রেল অবরোধের বিষয়ে এসইউসিআই নেতা অজয় বাইন বলেন, ‘রেল রুট বন্ধ করার বিষয়ে রাজ্যকে রেল দপ্তর যে চিঠি দিয়েছে তার পরিপেক্ষিতে কোনো রুট এখনই বন্ধ হচ্ছে না বলে এখনও কোনো চিঠি রেলের পক্ষ থেকে দেওয়া হয়নি। তেমন কিছু হলে তা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হোক’।